আজ প্রথম বিশ্ব প্রেম দিবস

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

আজ প্রথম বিশ্ব প্রেম দিবস

Manual2 Ad Code


মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার


হাজার কবিতা, বেকার সবই তা/ তার কথা কেউ বলে না, /সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’

Manual5 Ad Code

নচিকেতার ‘নীলাঞ্জনা’, অঞ্জনের ‘রঞ্জনা’ বা ‘ম্যারি অ্যান’ কিংবা শাহানার ‘একটা ছেলে’; সুনীলের ‘বরুণা’ কিংবা জীবনানন্দের ‘শোভনা দাশ’, আহা প্রথম প্রেম! প্রথম ভালোবাসা! যেন বুকের তোরঙ্গে যত্নে পুষে রাখা প্রীতিময় স্মৃতি কিংবা আলগোছে ভুলে যাওয়া পুরোনো অতীত।

Manual1 Ad Code


আজ প্রথম বিশ্ব প্রেম দিবস

Manual7 Ad Code

আগে বা পরে, সবার জীবনেই আসে প্রেম। কৈশোরে যখন মানবমনে জন্ম নেয় প্রেমের অনুভূতি, ঘোরলাগা দৃষ্টি নিয়ে সে তাকায় চারপাশে। খুঁজে ফেরে প্রেম, প্রেমের মানুষ। কারও কারও জীবনে প্রেম-ভালোবাসা বড্ড দ্রুত এসে যায়। ঝড়, বন্যা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নেয়। প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনার, ভাঙন কিংবা বিচ্ছেদের গল্প। কিন্তু সেই প্রেম মানুষকে শিখিয়েও যায় অনেক কিছু। পুরো জীবনে ছাপ ফেলে যায়। একসময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।

Manual2 Ad Code

আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’

সে যাক, আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম বিশ্ব প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code