২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
সিলেট বিভাগে করোনায় মৃত্যু শুন্যের কোটায় নেমে আসার একদিন পর নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে মোট মৃত্যু দাঁড়াল ১১৪০ জনে।
সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়,
গত ২৪ ঘন্টায় এ বিভাগে শতকরা ৪.৮২ভাগ লোকের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সবমিলিয়ে এ বিভাগে ৫৪ হাজার ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ১৮৬ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭৩৩৭ জন। এ বিভাগে নতুন ভর্তি ৯ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ১০৩ জন। ওসমানী হাসপাতালে ভর্তি ৭৯ জনের সন্দেহভাজন ৫০ জন, পজিটিভ ২৩ জন ও আইসিইউতে ভর্তি ৬ জন। এছাড়া, এন্টিজেন টেস্টের মাধ্যমে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D