গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ ।। আহত ৩০

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের গহড়া ও পূর্ব জাফলং উইনিয়নের গ্রামবাসীর মধ্যে গরু চুরি নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিপেটা এবং ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট