মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী ইসমাঈল’র মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী ইসমাঈল’র মৃত্যু বার্ষিকী পালন


জাতীয় জনতা পার্টি’র চেয়ারম্যান, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গ্রেট বৃটেনের বাঙালী কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, কবি, গবেষক, শিক্ষাবিদ আলহাজ্ব আলী ইসমাঈল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর বুধবার পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন, দোয়া মাহফিল বাদ জোহর নগররী হাউজিং এস্টেটস্থ মরহুমের বাসভবনে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালা করেন হাউজিং এস্টেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা লিয়াকত হোসেন। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর সহচর আলহাজ্ব আলী ইসমাঈল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ মাগরির সিলেট শহরতলীর টুকেরবাজার শাহ খুররম মখলিছিয়া মহিলা হাফিজিয়া মাদরাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হওয়ায় মরহুমের ভাতিজা ন্যাপ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট