২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ’শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’ এর নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী প্রবাল রায় চিন্ময় ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের জারিন তাসনিম মনোনীত হয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের সদ্য বিদায়ী কমিটির সভাপতি সায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মুনতাহা ইয়াসমিন, মানসুরা বেগম ও জুয়েল হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. আবু তাহের তুহিন, মো. মাহিন এস রাতুল, মো. কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজ চোধুরী ও তীর্থ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মো. ওমর মেহরাব, সহ-কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম, রামিসা মাহমুদা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল মিনহাজ মবিন আলভী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহানুল আলম সিদ্দিকী সোহাগ ও মো. শামীম শাহারিয়া শোয়েব, প্রচার সম্পাদক এম রিফাত হোসেন, সহ-প্রচার সম্পাদক পুজি পুরকায়স্থ ও উচ্ছ্বাস সাহা, অফিস সম্পাদক ফায়েজ মোহাম্মদ, সহ-অফিস সম্পাদক বৃষ্টি বেগম ও আজিজুল হাকিম সিফাত, সাংস্কৃতিক সম্পাদক সামিউল আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. আলী তালুকদার ও তানজিম বিনতে হাসান জেরিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক নাদিয়া হোসেন নুসরাত, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সানাউল্লাহ ও মো. সানাউল্লাহ, প্রকাশনা সম্পাদক তুহিন উর রহমান, সহ-প্রকাশনা সম্পাদক নুজহাত জুলফা ও বিপুল দাস গুপ্ত, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পরমা দাস এনা, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজনীন সুলতানা ও পরসুন পুলক।
এছাড়া কমিটিতে সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা, নাজিয়া জান্নাত ঐশি, আফিফ হাসান ও রাজিন কবীর, কার্যনির্বাহী সদস্য ইসরাত জাহান স্পৃহা, সজীব আহমেদ, মো. সেলিম ও আতাউর রহমান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D