সরকার জিয়াউর রহমানের লাশ নিয়ে রাজনীতি করছে : গয়েশ্বর রায়

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

সরকার জিয়াউর রহমানের লাশ নিয়ে রাজনীতি করছে : গয়েশ্বর রায়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে নানা ষড়যন্ত্র ও নাটকের রাজনীতি শুরু করেছে সরকার। বিএনপি ক্ষমতায় গেলে দেখবে জিয়াউর রহমান এর কবরে লাশ আছে কিনা।

মরহুম এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। রোববার সকালে সদর উপজেলার বাহারমর্দনে এম সাইফুর রহমানের বাড়িতে মরহুমের কবর জিয়ারত, কবরে পুষ্পাস্তবক অর্পণ, কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে স্মরণসভা, দেয়া মাহফিলের আয়োজন করা হয়।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী’র পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আলহাজ জিকে গৌছ, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাতীঁদল, শ্রমিকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত মন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে জেলা বিএনপির’ সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর নেতৃত্বে অপর অংশ শহরের দেওয়ানী মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট