দোয়ারা’য় আপ্তাব জয়গুন ট্রাষ্টের টিউবয়েল প্রদান করলেন পরিচালক নুরুল ইসলাম রুপন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

দোয়ারা’য় আপ্তাব জয়গুন ট্রাষ্টের টিউবয়েল প্রদান করলেন পরিচালক নুরুল ইসলাম রুপন

সাহেদ আহমদ : সিলেটের গন্ডি পেরিয়ে আলহাজ্ব আপ্তাব-জয়গুন ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার অসহায় গরীব পরিবারকে একটি টিউব‌ওয়েল প্রদান করা হয়। মানবতার কল্যাণে নিরলসভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রচারবিমুখ তরুণ সমাজ সেবী সাদা মনের মানুষ আলহাজ্ব আপ্তাব-জয়গুন ওয়েলফেয়ার ট্রাষ্টের নির্বাহী পরিচালক রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপন। সুনামগঞ্জের পল্লী অঞ্চল দোয়ারা বাজার এলাকায় একটি অসহায় হতদরিদ্র পরিবারকে টিবওয়েল প্রদান কালে ট্রাষ্টের নির্বাহী পরিচালকে সাথে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ডেভলপমেন্ট এন্ড এডুকেশন ট্রাষ্ট ‌( শেইড ) এর সিলেট জেলার দায়িত্বশীল মাওঃ জাহিদ আহমদ মাআ‌‌’জ, জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গণি, যুবদল নেতা সমসের আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।