বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান আর নেই

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান আর নেই

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই। তিনি সিলেটের নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ১০ মিনিটে চিকিৎসায় দায়িত্বরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে নগরীর মানিক পীর টিলায় লাশ দাফন করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল তাঁকে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট