জানাজা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা এড. এমরান জামিনে মুক্ত

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

জানাজা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা এড. এমরান জামিনে মুক্ত

একদিন পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন  সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বুধবার দুপুরে তিনি জামিনে মুক্তি লাভ করেন বলে এ প্রতিবেদককে জানান। জামিন পেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী জানান, মামলা দুটিতে মূলত জামিনে ছিলেন এমরান চৌধুরী। কিন্তু, জামিন রিকল না হওয়ায়  পুলিশ তাকে আটক করে।

মঙ্গলবার  সন্ধ্যা ৬ টার দিকে গোলাপগঞ্জ পৌর শহর থেকে তাকে গ্রেফতার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে সিলেট কতোয়ালী থানায় একটি মামলায় (মামলা নং- জি আর ৮৮/১৬) ও সিলেট এয়ারপোর্ট থানায় আরেকটি মামলায় (মামলা নং- জি আর ৪২/১৭) ওয়ারেন্ট ছিল।

এডভোকেট এমরান আহমদ চৌধুরী  মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযায় অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন।  এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার  ইনচার্জ প্রশাসন  মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছিলেন,  তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট