উপনির্বাচনঃ সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

উপনির্বাচনঃ সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর

সিলেট–৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৪ সেপ্টেম্বর।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে গত ২৮ জুলাই এ উপনির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল। তবে করোনা মহামারির কারণে কয়েক দফা পেছানো হয় ভোটগ্রহণ। সবশেষ এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।

১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট-৩ আসন শূন্য হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের শর্ত ৪ অনুসারে পদ শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিনের মধ্যে শূন্য পদ পূরণ করার বাধ্যবাধকতা আছে।

তবে দৈবদুর্বিপাকের কারণে যদি এ ৯০ দিনের মধ্যে নির্বাচন করা না যায় তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। সে অনুসারে এ নির্বাচন করার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছে কমিশন।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে ও বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট