৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২১
তালেবান যোদ্ধাদের আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার প্রেক্ষিতে ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৭ আগস্ট) ব্রিটিশ সরকার বিবৃতির মাধ্যমে ঘোষণাটি দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, তালেবানের রাষ্ট্র ক্ষমতা দখলের পর আফগান নাগরিকদের মধ্যে আতঙ্কে দেশ ত্যাগের হিড়িক পড়ে গেছে। মূলত নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তার আশায় দেশ ছাড়ছেন তারা। এর আগে কানাডা ও উগান্ডা ২০ হাজার করে আফগান শরণার্থীকে আশ্রয় প্রদানের কথা জানিয়েছিল।
বিবিসি নিউজ জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে মোট ২০ হাজার আফগান শরণার্থীকে ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে। আর তখন থেকেই তারা যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পাবেন। প্রথম বছর এই সুযোগ পাবেন মোট পাঁচ হাজার আফগান শরণার্থী। যদিও এক্ষেত্রে নারী, কিশোরীসহ ঝুঁকিতে থাকা নাগরিকদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
এ দিকে আফগান শরণার্থীদের উদ্ধারে বিশ্বের অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। মঙ্গলবার ব্রিটিশ মিডিয়া দ্য ডেইলি টেলিগ্রাফে এক লেখায় তিনি বলেছেন, আফগান শরণার্থীদের বিষয়ে আমরা একা কিছুই করতে পারব না।
বিশ্লেষকদের মতে, এছাড়া পাঁচ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের সেনাবাহিনীর হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। সশস্ত্র সংগঠন তালেবানের অধীনে সবচেয়ে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকরাই নতুন এই পুনর্বাসন প্রকল্পের কেন্দ্রে থাকবেন।
অপর দিকে কাবুলের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আফগান শরণার্থীদের ইস্যুতে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
অপর দিকে দুই হাজার আফগান নাগরিককে সাময়িকভাবে আশ্রয় দিতে রাজি হয়েছে উগান্ডা। যুক্তরাষ্ট্রের অনুরোধে এসব শরণার্থীদের আশ্রয় দিতে উগান্ডা রাজি হয়েছে বলে মঙ্গলবার খবরটি দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মূলত সংঘাত থেকে পালিয়ে আসা লোকজনকে আশ্রয় প্রদানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পূর্ব আফ্রিকার এই দেশটির। বর্তমানে দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসা প্রায় ১৪ লাখ শরণার্থী উগান্ডায় বসবাস করছেন।
এছাড়া তালেবান বাহিনীর প্রতিহিংসার হাত থেকে রক্ষা করার জন্য মানবাধিকারকর্মী, নারীনেত্রী ও সাংবাদিকসহ ঝুঁকিতে থাকা ২০ হাজারের বেশি আফগান নাগরিককে পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কানাডা। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো এরই মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার তিনি বলেছিলেন, কানাডা সরকারের জন্য কাজ করা হাজার হাজার আফগান; যেমন- দূতাবাসের কর্মী, দোভাষী এবং তাদের পরিবারকে কানাডায় আশ্রয় প্রদানের জন্য পদক্ষেপটি নেওয়া হচ্ছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D