ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ অমিত আর নেই

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ অমিত আর নেই

 


ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া হেড অব এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিত আর নেই। বুধবার সন্ধ্যায় ভারতের দিল্লীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি ভারতের দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ২২ জুন সফলভাবে তার কিডনি প্রতিস্থাপনও হয়েছিল।

জানা গেছে, গত ২৮ জুন অমিতের বড় ভাই স্ট্রোক করে হাসপাতালে আইসিইউতে মুমূর্ষু অবস্থায়। এই খবর শোনার পর থেকেই অমিত মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং কয়েক দফা স্ট্রোক করেন। বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান-কিংস ম্যাচ শেষ হবার আগেই বাফুফের মিডিয়া অফিসার নওমি কান্নাজড়িত কণ্ঠে অমিতের মৃত্যুসংবাদ শোনালে প্রেসবক্সে এক শোকাবহ দৃশ্যের অবতারণা ঘটে।

গত তিন দশকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন ক্রীড়াঙ্গনের অতি প্রিয়মুখ অমিত। তিনি সংগঠকও ছিলেন। তিনি বাংলাদেশ বয়েজ ক্লাবের কর্মকর্তা। হ্যান্ডবল ডিসিপ্লিনে সংগঠক হিসেবে কাজ করেছেন।