সিলেট বিভাগে একদিনে এ যাবতকালের সর্বোচ্চ ২৩৪ জনের করোনা শনাক্তের রেকর্ড

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

সিলেট বিভাগে একদিনে এ যাবতকালের সর্বোচ্চ ২৩৪ জনের করোনা শনাক্তের রেকর্ড

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় এ যাবতকালের সর্বোচ্চ  ২৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা: নুরে আলম শামীম এ তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় এ বিভাগে মোট ৭৬১টি স্যাম্পল পরীক্ষা করে ২৩৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে । শনাক্তের হার ৩০.৭৪ ভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা শনাক্ত ২৩৪ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪২ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজার ৪৭ জন। এছাড়া, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ২৫ জন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনেরও পজিটিভ ধরা পড়েছে। তবে, গত ২৪ ঘন্টায় এ বিভাগে কারো মৃত্যু হয়নি।

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৫, সুনামগঞ্জে ৭, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১৩ জন ভর্তি রয়েছেন।

সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, এ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬২ জনে। জেলাওয়ারী সিলেটে ১৬ হাজার ৭১৯, সুনামগঞ্জে ২৯৫২, হবিগঞ্জে ২৬৬৬ ও মৌলভীবাজারে ২৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে সবমিলিয়ে করোনায় ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো। একই সময়ে সুস্থ ৮২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ২৭৩ জন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট