৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
ওয়াজেদ জয় হবেন আমাদের ভবিষ্যৎ নেতা বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Manual2 Ad Codeরবিবার নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটটোরিয়ামে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬’ উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন।
Manual5 Ad Codeওবায়দুল কাদের বলেন, সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন। তিনিই হবেন আমাদের ভবিষ্যৎ নেতা।তিনি বলেন, মেধাবীদের রাজনীতিতে আসা উচিত। তাহলেই রাজনীতির গুণগত উন্নয়ন হবে। যারা জনগণের চোখের ভাষা বুঝে না, তাদের রাজনীতি করা সাজে না।
দেশে আজ সাম্প্রদায়িক উগ্রবাদের উপস্থিতি বেড়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, নাশকতাকারীরা যে কোন সময় যে কোন ঘটনা ঘটাতে পারে। এদিকে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।
ছাত্র-ছাত্রীরদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরী হতে হবে। মাদক যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করছে। নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলনসহ তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Manual3 Ad Codeবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহদেম পলক, সংসদ সদস্য মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
Manual4 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D