বিশ্বে করোনায় মৃত্যু ২৪ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ২৪ লাখ ছাড়িয়েছে

Manual2 Ad Code

করোনা ভাইরাস মহামারিতে মৃত্যুর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯১ লাখের বেশি মানুষ। করোনার একাধিক টিকা মানুষের হাতে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি।

গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ১৪৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩৬৭ জন।

Manual6 Ad Code

মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্য বলছে, রবিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯১ লাখ ১ হাজার ৯০৬ জন।

Manual4 Ad Code

একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৪ লাখ ৫ হাজার ৩৮৮ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৪৬৮ জন।

Manual2 Ad Code

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৯৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ৬৩ জন।

Manual3 Ad Code

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৭৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৬৭৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ১১ হাজার ২৫৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৬৪৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে। ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code