মৌলভীবাজারে এডিসি’র বাসায় ডাকাতি

প্রকাশিত: ৩:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে শহরের বনবিথি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে ৭-৮ জনের মুখোশধারী একদল ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে।

এ সময় ডাকাতরা ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা, কয়েকটি মোবাইল সেটসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও ডাকাতদের ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট