২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
সিলেট শহরতলির লামারগাঁওয়ে ভূমি দখল করতে গিয়ে জনতার সাহসিকতায় ৪ সন্ত্রাসী আটক হয়েছে। জনতা আটক সন্ত্রাসীদের গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এসময় অন্য সন্ত্রাসীরা ৭টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। শুক্রবার বিকেলে লামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- কান্দিগাঁও গ্রামের আব্দুল আলীর পুত্র কছির মিয়া (৫২), কুমারগাঁও গ্রামের আব্দুল মনাফের ছেলে বাদশা মিয়া (২৭), মাহমুদাবাদ কলোনীর বাসিন্দা ইমাদ উদ্দিনের পুত্র মোশাররফ (২০) ও অন্য জনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লামারগাঁও গ্রামের বাসিন্দা মাওলানা ইব্রাহিম আলী বিগত ৫০ বছর যাবৎ তাঁর দখলীয় ৪৭ ডিসিমেল ভূমি ভোগ-দখল করে আসছেন। সম্প্রতি এই ভূমিতে ফরাইজ সত্ব দাবি করেন কান্দিগাঁও গ্রামের আব্দুল আলীর পুত্র কছির মিয়া। তিনি বিগত ১৫দিন পূর্বে লামারগাঁও পঞ্চায়েত কমিটির কাছে সত্ব দাবি নিয়ে গেলে উভয় পক্ষকে ২ মাসের মধ্যে স্ব-স্ব দলিলাদি নিয়ে হাজির হতে বলেন। এর মধ্যে শুক্রবার বিকেলে আচমকা কছির আলী ১০/১৫টি মোটরসাইকেলে ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে ভূমি দখলে লামারগাঁও গ্রামে যায়। জোরপূর্বক ভূমি দখল করার সময় স্থানীয় গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া দেন। এসময় ৭টি মোটরসাইকেল রেখে সন্ত্রাসীরা বাকি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় দখলবাজ কছির আলীসহ ৪জনকে আটক করে গ্রামবাসী। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা ৭টি মোটরসাইকেলসহ আটককৃত ৪ সন্ত্রাসীকে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটক ৭টি মোটরসাইকেল হলো- সিলেট-হ ১১-১৫৯৩, সিলেট-হ ১২-৪৬০৯, সিলেট-হ ১২-০২২৫, সিলেট-এ ৯৭৫৮, সিলেট-হ ১২-১০৪০, সিলেট-হ ১৪-২৬১৩। অন্যটি প্রেস লেখা অনটেস্ট মোটরসাইকেল।
জালালাবাদ থানার এসআই আরিফ ৭টি মোটরসাইকেলসহ ৪নকে আটকের বিষয়টি নিশ্চত করেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D