সিলেটে ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, যান চলাচলে বাধা

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

Manual8 Ad Code

ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ, সড়কে পুলিশের হয়রানীসহ ছয় দফা দাবিতে নগরীর প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে সমাবেশ ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাছাড়া বিভিন্ন স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তারা। ফলে দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, হাইকোর্টের রায় অমান্য করে ব্যাটারী চালিত অটোরিক্সা রাস্তায় চালানো হচ্ছে। তাছাড়া পদে পদে পুলিশের হয়রানীর শিকার হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এসব বিষয়সহ ছয়দফা দাবিতে আমরা সমাবেশ করছি। সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখেছেন বলে জানান তিনি।
এদিকে, বুধবার সকাল থেকে সিলেটের বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন সাধারন যাত্রীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code