সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে কারাদন্ড

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

Manual2 Ad Code

সিলেট শহরতলীর শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় টিলা কাটার অভিযোগে দু’ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে চকগ্রামের কুটিনা টিলায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইশরাত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে দু’ব্যক্তিকে টিলা কাটারত অবস্থায় আটক করে এবং আদালত দণ্ড প্রদান করে।
এদের মধ্যে টিভি গেইট এলাকার ফেরদৌস আলীকে এক মাসের বিনাশ্রম এবং চকগ্রামের ইউনুস মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কনক কান্তি কর। ভূমি অফিস সহকারী জাকারিয়া আহমদ, মামুন শিকদার শাহপরাণ থানার এএসআই ইকবাল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code