ছাতকে মৃত মোরগ বিক্রি।। জরিমানা

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

ছাতকে ওজনে কম ও মৃত মোরগ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি পোনা মাছ জব্ধ করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামানের নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের মাছ বাজার থেকে ২০ কেজি ওজনের ঘনিয়া মাছের পোনা জব্ধ করা হয়। এছাড়া ওজনে কম দেয়ার অপরাধে সবজি ব্যবসায়ি রোমন মিয়াকে ২ হাজার টাকা, প্যাকেটজাত পচাঁ খেজুর বিক্রি ও সংগ্রহে রাখার অপরাধে ফল ব্যবসায়ি নীলমনি দাসকে ২ হাজার, জবাই করার নামে মৃত মোরগ বিক্রি ও সংগ্রহে রেখে গ্রাহকদের সাথে প্রতারনা করার অপরাধে ছাতক পোল্ট্রি নামের ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ড.খালেদ কনক, স্যানিটারী ইন্সপেক্টর ফারুক আহমদ, ছাতক থানার এসআই তরিকুল ইসলাম অভিযানের অংশ গ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট