শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

‘দুষারোপ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস ২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ নিরাপদ সড়ক চাই নিসচা’র অফিসের সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় নিসচা শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সাংবাদিক বিকুল চক্রবর্তী, এম এ মালেক, সহসভাপতি সালেহ আহমেদ, সহ সম্পাদক শেখ সারোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা রহিমা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট