সিলেট বিভাগে এপর্যন্ত করোনায় আক্রান্ত ২৫৭ জন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ৬, ২০২০

সিলেট বিভাগে এপর্যন্ত করোনায় আক্রান্ত ২৫৭ জন

সিলেট বিভাগে বুধবার সকাল পর্যন্ত ২৫৭ জনের করোনা পজিটিভ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৭৭ জন, সুনামগঞ্জে ৫৭ জন, হবিগঞ্জে ৮৯ জন এবং মৌলভীবাজারে ৩৪ জন আক্রান্ত রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৯৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ১৯ জন, সুনামগঞ্জে ২৯ জন এবং হবিগঞ্জে ৫১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত ১৬৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। সম্প্রতি ঢাকা থেকে ১১৫ জনের রিপোর্টের ল্যাব আইডি না থাকায় বুধবারের রিপোর্টে এগুলো মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ২৫৭ জন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট