প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ৫, ২০২০

প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

৫ মে ২০২০, মঙ্গলবার : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট জেলা যুবদল নেতা আলতাফ হোসেনের পরিবারের খোঁজ খবর নিতে  নগরীর গুয়াইটুলার বাসায় যান সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এসময় প্রয়াত আলতাফ হোসেনের স্ত্রী রুকেয়া বেগম ও মেয়ে নিলুফা জান্নাত মিতা’র সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং পরিবারের কাছে কিছু উপহার সামগ্রী তুলে দেন।

আমাদের প্রতিবেদককে বিএনপি নেতা এমদাদ চৌধুরী জানান, আমাদের দলের অনেক নেতাই মারা গেছেন, জেল কাটছেন, মিথ্যা ও গায়েবী মামলায় জর্জরিত এহেন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দের্শে আমরা সিলেটের ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেয়ার জন্য তাদের বাড়িতে এসেছি।

তিনি আরও বলেন, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেট জেলা যুবদল নেতা আলতাফ হোসেন মৃত্যুবরণ করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট