সিলেটে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মে ৩, ২০২০

সিলেটে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

সিলেটে করোনা আক্রান্ত রোগীদের পরিবহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হচ্ছে। ৫ মে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে।

সিলেটের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি ও আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিচালক মুহাম্মদ দিলওয়ার হোসাইন এ সার্ভিস চালুর মূল উদ্যোক্তা। অ্যাম্বুলেন্স প্রাপ্তির হটলাইন নম্বর দুটি হচ্ছে- ০১৭২৮-৭৮০২২২ এবং ০১৭১২৩২৪০৮১

আলাপকালে সিলেট এপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য মুহাম্মদ দিলওয়ার হোসাইন জানান, সিলেটের করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি করোনার সন্দেহভাজনদের জন্য চালু করা হচ্ছে এ সার্ভিস।

৫ মে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস চালু হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। ড্রাইভারও নিয়োগ দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য চালককে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট)সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হবে।

প্রসঙ্গক্রমে তিনি জানান, প্রতিবার রোগী পরিবহনের পর অ্যাম্বুলেন্সকে জীবানুমুক্ত করা হবে। হটলাইন নম্বরে যোগাযোগ করে যে কেউ অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারবেন বলে জানান তিনি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট