সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে বকুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের সত্তার মিয়ার পুত্র। শুক্রবার (১ মে) এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। জানা যায়, দুই পক্ষের লোকজন নারায়ণগঞ্জে কাজ করত। কিছুদিন আগে তারা বাড়িতে ফিরেছে। নারায়ণগঞ্জে থাকাকালীন সময়ে দুই পরিবারের বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে সুনামগঞ্জে আসার পর বড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে ঝগড়া মেটানোর জন্য পঞ্চায়তের বৈঠক ডাকা হয়। এর আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহতসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।