সারা দেশে কয়েদি মুক্তির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আজ মুক্তি পেয়েছেন ৫ কয়েদি। করোনাভাইরাসের জন্য ৭ কয়েদির সাজা মওকুফ করা হলেও জরিমানা পরিশোধ করতে না পারায় বাকি দুই জনকে মুক্তি দেয়া হয়নি।
মুক্তি প্রাপ্তরা হলেন- জেলার মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের মরম আলীর ছেলে রুবেল মিয়া, নবীগঞ্জ উপজেলার গোয়ান্দা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শিবলী বেগম, একই উপজেলার নিজ চৌকি গ্রামের তৌফিক চৌধুরীর ছেলে ইমন চৌধরী, ইমরান চৌধুরী ও বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মনির মিয়া।
মুক্তি পাওয়া সবাই ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য মামলায় ছয় থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তারা সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা।