বদরুলের শাস্তির দাবিতে পল্লী সমাজের মানববন্ধন

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাউয়াই ও বলদী পল্লী সমাজের উদ্যোগে এবং ব্র্যাক সিলেট সদর অফিসের সহযোগিতায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলী ইউনয়নের তেলীবাজার নামক স্থানে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে অনুস্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাক সিলেট সদর অফিসের ডিবিআর বিভাস চন্দ্র তরফদার, স্টাফ লয়ার মো. সাইফুদ্দিন, জেলা ব্যবস্থাপক সিইপি মো. কাইয়ুম উদ্দিন, সঞ্চয় রায়, কর্মসূচী সংগঠক বিউটি রায়, এরিয়া ম্যানেজার দেব জিৎ ও পল্লী সমাজের মহিলা কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট