সিলেটের করোনাযোদ্ধা চিকিৎসক-নার্সরা থাকবেন খাদিম বিআরডিটিআই রেস্ট হাউজে

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

সিলেটের করোনাযোদ্ধা চিকিৎসক-নার্সরা থাকবেন খাদিম বিআরডিটিআই রেস্ট হাউজে

সিলেটে ‘করোনাযোদ্ধা’ চিকিৎসক ও নার্সদের থাকার জন্য সিলেট সদর উপজেলার খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজকে চূড়ান্ত করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সরা আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে এই রেস্ট হাউজে থাকবেন।

সিলেটে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজ রিকুজিশন করা হয়েছে। এছাড়া আরো ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটসহ সরকারি আরো কয়েকটি রেস্ট হাউজতাদের আবাসনের জন্য চূড়ান্ত করার জন্য কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

আগামী ৩০ এপ্রিল যারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ডিউটি শেষ করবেন তাদের মধ্য থেকে যারা যেতে চান তাদেরকে বিআরডিটিআই রেস্ট হাউজ ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। এবং ১ মে থেকে যারা ডিউটিতে যোগ দিবেন তাদের ডিউটি শেষ হলে সেখানেই তাদেরও ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট