সৌদি আরবে করোনায় ৫২ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

সৌদি আরবে করোনায় ৫২ বাংলাদেশির মৃত্যু

মরুর দেশ সৌদি আরবে লকডাউন-কারফিউও থামাতে পারছে না করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। প্রাণঘাতি করোনা ভাইরাসে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। দিনের পর দিনে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭ জন। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫২ জন। এর মধ্যে ৫২ জনই বাংলাদেশি।

দূতাবাস এবং কনস্যুলেটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে (জেদ্দা) ৪৮ জন এবং পূর্বাঞ্চলে (রিয়াদ) ২ জন এবং ১ জন বাংলাদেশি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে।

দূতাবাস ও কনস্যুলেট ও দূতাবাস থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হালনাগাদ তালিকায় এ তথ্য পাওয়া গেছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট