কানাইঘাট দিঘীরপাড় ইউপিতে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

কানাইঘাট দিঘীরপাড় ইউপিতে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে করোনা সংকটের কারণে দুর্গতদের মাঝে সরকারি অনুদানের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় ৫ম ধাপে সরকারি অনুদানের ১০ কেজি করে চাল ও শুকনো খাবার ১৩০টি পরিবারে বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির, ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ইউনিয়ন ট্যাগ অফিসার আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ সহ ইউপি সদস্যবৃন্দ। এসময় ১৩০টি পরিবারে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

চেয়ারম্যান আলী হোসেন কাজল জানান, তার ইউনিয়নে ৫ম ধাপে সরকারি অনুদানের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এর আগে কয়েক’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট