ওসমানীর ৮৯ ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

ওসমানীর ৮৯ ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে

এক ইন্টার্ন চিকিৎসকের পজিটিভ শনাক্ত হবার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৮৯ ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, সদ্য এমবিবিএস পাস করা এসব চিকিৎসকের সম্প্রতি ইন্টার্ন হিসাবে যোগদানের কথা ছিল। এ অনুযায়ী সম্প্রতি তারা গাজীপুরের টঙ্গী থেকে বাসযোগে সিলেটে আসেন। নিয়ম অনুযায়ী তাদের করোনা টেস্ট করে হাসপাতালে যোগদানের ব্যবস্থা নেয়া হয়। টেস্টের এক পর্যায়ে বুধবার এক ইন্টার্ন চিকিৎসকের করোনা ধরা পড়ে। এরপর বাকিদের কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি তাদেরকে আপাতত কাজে যোগদান না করানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট