সিলেট বিভাগে ১৩ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

সিলেট বিভাগে ১৩ করোনা রোগী শনাক্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা করোনার (কভিড-১৯) ১৮৮টি নমুনার মধ্যে ১৩জনের পজিটিভ ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে বিভাগের চার জেলার বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়ালো।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, বুধবার ওসমানীতে ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ভ্যালিড ১৩৪ জনের মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২ জন, হবিগঞ্জে ৫ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন। সিলেটের ২ জনের মধ্যে একজন ইন্টার্ণ ডাক্তার ও একজন মেডিকেল স্টাফ।

এর আগে গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন। গত ১৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে জেলার চারজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট