বটেশ্বরে ১০ টাকা কেজি মূল্যের ৮৭ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

নিজাম ইউ জায়গীরদার : সিলেট সদর উপজেলার বটেশ্বর পুরান বাজার থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ১০ টাকা কেজি মূল্যের ৮৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাজারের আব্দুল ওয়াদুদের দোকান ভেঙ্গে এ চাল উদ্ধার করা হয়।
শাহপরান থানার ওসি শাহজালা মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানা পুলিশ পুরান বাজারের ওয়াদুদের দোকানে অভিযান চালায়। দোকান বন্ধ ও তাকে না পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমানকে খবর দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দোকানের তালা ভেঙ্গে ৮৭ বস্তা চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধার করে তা ফুড অফিসারের জিম্মায় প্রদান করা হয়েছে। ওদুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট