অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই

বিশিষ্ট  অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই (ইন্নালিল্লাহী ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শনিবার রাত ১২টার দিকে তিনি লালমাটিয়ায় নিজ বাসায়  ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী সুইটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত  করেন। দীর্ঘদিন থেকে এই অভিনেত্রীর দুটি কিডনী ড্যামেজ ছিলো। প্রসঙ্গত, ১৯৭৮ সালে লিনা আহমেদ  ‘কালো কোকিলা’ শিরোনামের নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু নাটক হলো-‘গুলশান অ্যাভিনিউ’, ‘ঘটক বাকি ভাই’, ‘নন্দিনী’ ও ‘নীল জোছনায় কালো সাপ’। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। সর্বশেষ তাকে দেখা গেছে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ চলচ্চিত্রে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট