নিজে নিজেই ‘স্ট্যাটাস’ লিখে দেবে মেসেঞ্জার!

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

নিজে নিজেই ‘স্ট্যাটাস’ লিখে দেবে মেসেঞ্জার!

নিজে থেকেই ব্যবহারকারীর অবস্থান বুঝে বিভিন্ন স্ট্যাটাস লিখে দেবে মেসেঞ্জার! ‘অটো স্ট্যাটাস’ নামে এই ফিচারটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে বন্ধুদের সঙ্গে তথ্য বিনিময় করা যাবে। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও শুরু করেছে ফেসবুক।

অনেকটা ইনস্টাগ্রামের আদলে তৈরি এই ফিচারটি ডিভাইসের অবস্থান ও কার্যক্রম পর্যালোচনা করে ব্যবহারকারী কোথায় আছেন, তা অনুমান করে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস লিখে দিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি ভ্রমণে বের হলে তিনি যে শহরে বা রেস্তোরাঁয় অবস্থান করবেন সে অনুযায়ী স্ট্যাটাস লিখে দেবে ফিচারটি।

আবার কেউ ব্যায়ামাগার কিংবা সিনেমা দেখতে গেলেও জানাবে নতুন এই ফিচার। স্বয়ংক্রিয়ভাবে লেখা পোস্টের তথ্য সঠিক হলে সেগুলো বন্ধুদের পাঠানো যাবে। এমনকি চাইলে পোস্টের তথ্য পরিবর্তনও করা যাবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট