গবেষণা করছে এমন শিক্ষার্থীকেও বৃত্তি দেয়া হবে : সিলেটে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন- “সহিংসতা রোধে ও গণসচেতনতা বৃদ্ধি করতে আগামী ১৮ অক্টোবর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

তিনি বলেন- “খাদিজাকে হামলাকারী বদরুলদের মত লম্পটদের প্রতিরোধ ও প্রতিহত করতে শিক্ষা পরিবার ঐক্যবদ্ধ আছে।”

আজ রোববার (১৬ অক্টোবর) সিলেটের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শকালে তিনি এসব কথা বলেন।

রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।

পরে আলোচনায় সভায় বক্তব্যে বলেন- “”প্রতি বছর ৩২ লক্ষ শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার, আগামীতে গবেষণা করছে এমন শিক্ষার্থীকেও বৃত্তি দেয়া হবে ”

পরে সিলেট এমসি কলেজ পরিদর্শনে গিয়ে তিনি সম্প্রতি এই ক্যাম্পাসে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর চালানো ছাত্রলীগ নেতার নৃশংসতা নিয়ে কথা বলেন। লম্পট, বখাটে, সহিংসতাকারী যে দলেরই হোক তার
তার শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট