সন্ত্রাসবাদ নির্মূলে চূড়ান্ত প্রতিরোধের আহ্বান খালেদার

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

Manual1 Ad Code

কম সময়ের ব্যবধানে ফ্রান্সে আবারো সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী চলমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূলে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual8 Ad Code

তিনি বলেন, এই ধরনের নির্মম ও পৈশাচিক হামলা এখনই প্রতিরোধ করতে না পারলে সারা বিশ্বই হুমকির মুখে পড়বে এবং মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদের ছোবলে নিশ্চিহ্ন হয়ে যাবে।

Manual7 Ad Code

ফ্রান্সে সন্ত্রাসীদের ট্রাক হামলার ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে এ কথা বলেন খালেদা জিয়া।

Manual5 Ad Code

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে অন্তত ৮০ জন মানুষকে হত্যা ও শতাধিক মানুষকে আহত করার নৃশংস ঘটনা ঘটে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘এ ধরনের হামলাকারীরা কাপুরুষ, তারা অন্যের স্বাধীন কর্মকাণ্ডকে শ্রদ্ধা করে না। তাই তারা মানুষ হত্যার হিংস্র উল্লাসে মেতে ওঠে। এই হামলার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত।’

Manual5 Ad Code

নৃশংস এই ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেত্রী।

তিনি বলেন, ‘ফ্রান্সে সংঘটিত এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনায় বাংলাদেশের জনগণ এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এই হৃদয়বিদারক ঘটনায় আমি ফ্রান্সের শোকাহত জনগণ ও সরকারকে সহমর্মিতা জ্ঞাপন করছি।’

ফ্রান্স সরকার এই দুঃসহ শোক কাটিয়ে উঠে অত্যন্ত সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খালেদা জিয়া।

বিএনপি প্রধান সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্বরোচিত এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘নির্মমতা, বর্বরতা, পৈশাচিকতা ও সন্ত্রাসবাদের ইতিহাসে এই ঘটনাটিও নজীরবিহীন ও কলঙ্কজনক।’

তিনি নিহতদের স্মরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা মানবতা ও মানবজাতির শত্রু, এদের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের লেশমাত্র নেই। এরা সন্ত্রাসী হামলা ও মানুষ হত্যা করার পৈশাচিক খেলায় উন্মাদ হয়ে দেশে দেশে উন্নয়ন, অগ্রগতি ও স্বাধীনভাবে কাজ করার পথে বাধার প্রাচীর সৃষ্টি করছে।’

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের এই মাত্রা দিনে দিনে বৃদ্ধি পেয়েই যাচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এদের এখনই রুখে দিতে না পারলে মানবতা ও মানবজাতি যে চরম অস্তিত্ব সংকটে পড়বে তাতে কোনো সন্দেহ নেই।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code