তারেকের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা কাল

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

Manual1 Ad Code

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে দলটি।

Manual4 Ad Code

বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সিনিয়র নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান দলটির যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual7 Ad Code

এর আগে, মুদ্রাপাচার মামলায় তারেকের সাজা দেয়ার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মুদ্রাপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি নেতা তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছে হাইকোর্ট।

Manual5 Ad Code

সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তবে তাকে বিচারিক আদালতের দেয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

মামুনের আপিল খারিজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

Manual8 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code