হবিগঞ্জ জেলা ছাত্রদল, শাবি ও সিকৃবি’র কমিটি অনুমোদন

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

১৪ অক্টোবর ২০১৬, শুক্রবার : জাতীয়তাবাদী ছাত্রদলের  হবিগঞ্জ জেলা শাখা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপঁতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বৃহস্পতিবার এই কমিটি অনুমোদন করেন।

হবিগঞ্জ জেলা শাখার পদপ্রাপ্তরা হলেন- সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান জিল্লুর, সহ-সভাপতি আরিফ এ রাব্বানি টিটু, মোকলেছুর রহমান ফয়সাল, হোসাইন মো. রফিক, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান, হাফিজুল ইসলাম, মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক রাজীব আহম্মেদ রিংগন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদপ্রাপ্তরা হলেন- সভাপতি এম এ রাকিব, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন টিপু, সহ সভাপতি নোমান উর রশিদ, ফখরুল ইসলাম, অনুপ দে, সাধারণ সম্পাদক আসাদ খান সাদী, যুগ্ম-সম্পাদক সুয়েব খান, সারোয়ার জাহান, মিজানুর রহমান মৃদুল, হোসাইন আহমেদ রিয়াদ, মাসুম বিল্লাহ, শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদী, সহ-সাধারন সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক আবির হোসেন রাফি, দপ্তর সম্পাদক মনির হোসেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পদপ্রাপ্তরা হলেন- সভাপতি শরীফুল ইসলাম জুনায়েদ, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক সানাউল হোসেন সনি, যুগ্ম-সম্পাদক রোকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক উজ্জল আহম্মেদ।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট