সিলেটে অধিকারের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের উদ্যোগে অধিকারের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার (১০/১০/১৬) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে আলোচনা সভায় বক্তারা মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। সভায় সিলেটে সরকারী মহিলা কলেজ এর ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত হামলার নিন্দা জানানো হয়। বক্তারা অধিকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমান এর সভাপতিত্বে মানবাধিকার কর্মী মোঃ শাহ আলমের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন এডভোকেট কামরুল হাসান, সংগীত শিল্পি মুমিত হাসান, কাজী মোঃ জসিম উদ্দিন, শাহিন আহমদ, আজিজুল কবির সুমন, খায়রুল হাসান (রিপন), মোঃ আমিরুল হক, মেহদী হাসান প্রিন্স, আব্দুর রহমান, জুনেদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা সিলেটে বিভিন্ন মানবাধিকার লংঘনের ঘটনায় অধিকার কর্মীদের সোচ্চার হওয়ার আহব্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট