দক্ষিণ সুরমা থেকে কাজের মেয়ে নিখোঁজ

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী হুমায়ন রশীদ চত্বর এলাকা থেকে সুবিনা (১৬) নামের এক কাজের মেয়ে নিখোঁজ হয়েছেন। সুবিনা হবিগঞ্জ নবীগঞ্জের মাঠবনগাও গ্রামের গুলজার মিয়ার মেয়ে। সে গত ৪ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কদমতলী ব্লক- এ স্বর্ণশিখা- ৩৭ নং বাসা থেকে কাউকে না বলে চলে যায়।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (নং-৬৭০, তাং১৩/১০/১৬ ইং) কদমতলী হুমায়ন রশীদ চত্ত্বর এলাকার বাসিন্দা শাহনেওয়াজ।
জিডি সূত্রে জানা গেছে, সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী ব্লক- এ স্বর্ণশিখা- ৩৭ নং বাসায় কাজ করত সুবিনা। গত ৪ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঘরের লোকজন ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠলে কাজের মেয়ে সুবিনাকে বাসায় খুজে পাওয়া যায়নি। এরপর থেকে সম্ভব্য স্থানে অনেক খুজ নেওয়ার পরও তাকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়া কালিন সময় বাবার চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন ওই বাড়ির বাসিন্দা শাহনেওয়াজ । এ কারণে সাধারণ ডায়েরি করতে বিলম্ব হয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট