লেনোভো আনল ফোল্ডেবল ল্যাপটপ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

লেনোভো আনল ফোল্ডেবল ল্যাপটপ

চীনা কোম্পানি লেনোভো ফোল্ডেবল ফোনের পর এবার ফোল্ডেবল ল্যাপটপ নিয়ে এসেছে। এই কোম্পানির তৈরি বিশ্বের প্রথম ফোল্ডেবল ল্যাপটপটির নাম ‘থিঙ্ক প্যাড এক্স১ ফোল্ড’।

চাইলেই ল্যাপটপটিকে ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে। এতে আছে অন স্ক্রিন কিবোর্ড। তবে ফিজিক্যাল কিবোর্ড ব্যবহার করতে চাইলে এটিকে ফোল্ড করে নিচের অংশে ফিজিক্যাল কিবোর্ড বসানো যাবে এবং ল্যাপটপটি দাঁড় করিয়ে সামনে ওয়্যারলেস কিবোর্ড রেখে ডেস্কটপ কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে।

১৩ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের ল্যাপটপটির রেজুলেশন ২০৪৮*১৫৩৬ পিক্সেল। ফাইভজি সংস্করণের এই ল্যাপটপটি ব্যাকআপ দেবে ১১ ঘণ্টা এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে যুক্ত হবে উইন্ডোজ ১০এক্স সংস্করণ যা বিশেষভাবে শুধু ফোল্ডেবল ডিসপ্লের জন্য মাইক্রোসফট তৈরি করেছে।

ল্যাপটপটি বছরের মাঝামাঝি সময়ে বা শেষের দিকে আসবে। এর দাম ২ হাজার ৪৯৯ ডলার (২ লাখ ৯ হাজার টাকা) থেকে শুরু হবে। তবে কিবোর্ড, পেন ও স্ট্যান্ড কিনতে গুণতে হবে অতিরিক্ত অর্থ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট