খাদিজার উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর ছাত্রলীগ সন্ত্রাসী বদরুলের হামলার প্রতিবাদে ও দৃষ্ঠান্ত মুলক শাস্থির দাবী মানববন্ধন কর্মসুচীর আয়োজন করছে সিলেট জেলা বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে উক্ত মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসুচী সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তারা।
মঙ্গলবার এক বিৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ- বৃহস্পতিবারের কর্মসুচী সফলের জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট