২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬
শারদীয় দূর্গা পূজায় সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন, ২নং হাটখোলা ইউনিয়ন ও ৬নং টুকেরবাজার ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। তিনি এ সময় প্রত্যেকটি মন্ডপে পূজারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। এদেশে হিন্দু-মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসব একে অন্যের নিমন্ত্রণে সার্বজনীন হয়ে উঠে। এই ঐতিহ্য বজায় রেখে শারদীয় দূর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে উদ্যাপিত হয় সেক্ষেত্রে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল ৯ অক্টোবর বিকেলে পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউ/পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, জালালাবাদ ইউ/পি চেয়ারম্যান মোঃ মনফর আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম ফুল মিয়া, আব্দুল আজিজ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছদ্দর আলী, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মশাহিদ আলী, জালালাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিত আলম শফিক, মবশ্বির আলী মেম্বার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতিষ রঞ্জন, বন ও পরিবেশ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাজাহান, নূর আহমদ, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা কয়েছ আহমদ, তাজ উদ্দিন, আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, আবু বকর, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক লায়েক মাহমুদ সুমন, জুবায়ের আহমদ কিনু, প্রমেষ সূত্রধর, মনোয়ার হোসেন তালুকদার, লিটন, রুহুল, ইমরান আহমদ, কামরান, শামীম, কবির, সুহেল রনি, জিষু গোষ্মামী, রিপন সূত্রধর।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D