৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
নাটক নির্বাচনের ক্ষেত্রে ধারাবাহিকেই নিজেকে সম্পৃক্ত রাখতে পছন্দ করেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রফেশনালভাবে অভিনয় করি। তাই সারা বছর শুটিংয়ের মাঝে থাকতেই ভালো লাগে। সিজনাল বা উৎসবকেন্দ্রিক নাটকে কাজ করে প্রফেশনালিজমটা ধরে রাখা যায় না। তাই একক নাটকের চেয়ে ধারাবাহিক নাটক আমার কাছে বেশি গুরুত্ব পায়।’
বর্তমানে তার হাতে কোনো একক নাটকের কাজ নেই উল্লেখ করে জনপ্রিয় এই টিভি অভিনেত্রী বলেন, ‘আমার হাতে এখন ডজনের ওপরে নাটক রয়েছে। যার সবই ধারাবাহিক। গল্প ও চরিত্রের ভিন্নতা রয়েছে। প্রতিনিয়ত মাথায় চিন্তা থাকে কোন চরিত্রে কিভাবে নিজেকে সাজাব তা নিয়ে। এই চিন্তা ভেতরে একটি দায়িত্ববোধ সৃষ্টি করে, যা দর্শকদের ভালো কাজ উপহার দেয়ার অনুপ্রেরণা জোগায়।’
বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে। এ তালিকায় রয়েছে- সৈয়দ শাকিলের সম্রাট, আল হাজেনের লড়াই, অঞ্জন আইচের মেঘের পরে মেঘ জমেছে, নঈম ইতিয়াজ নেয়ামুলের বাক্সবন্দী সহ আরো বেশ কিছু নাটক।
মেঘের পরে মেঘ জমেছে নাটকটি প্রচার হচ্ছে বাংলাভিশনে। নাটকের কাহিনী বলতে গিয়ে নাদিয়া জানালেন, তিনি একজন লেখক থাকেন। ঘটনাচক্রে এক গ্রামে নাঈমের সাথে তার দেখা হয়। নাদিয়া বুঝতে পারেন গ্রামের ছেলে নাঈম অনেক সত্যবাদী। সবাইকে সত্যের পথে আনাই তার কাজ।
সহশিল্পী হিসেবে নাঈমের প্রশংসা করে নাদিয়া বলেন, ‘নাঈম অনেক দায়িত্ববান একজন সহশল্পী। কাজের ব্যাপারে সে অনেক সৎ। শিডিউল মিস করা, কাউকে কথা দিয়ে না রাখা এসব ওর মধ্যে একেবারে নেই। সহশিল্পী হিসেবে নাঈমকে আমি শতভাগ মার্ক দেবো।’
প্রচারচলতি ধারাবাহিকগুলো ছাড়াও নাদিয়া আরো নতুন কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। এগুলো হচ্ছে- সকাল আহমেদের একটি বাবুই পাখির বাসা, কায়সার আহমেদের বিট্রে, গোলাম মোক্তাদির শানের উৎসব, গোলাম সোহরাব দোদুলের সংসার, হিমু আকরামের চম্পাকলি টকিজ প্রভৃতি। নাদিয়া এখন উৎসব ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে অভিনয় করছেন সেলিম আহমেদ। গ্রামের একজন বিত্তবান বাবার চার সন্তান শহরে গিয়ে আর গ্রামে ফিরে আসে না। তাই বাবা ছেলেমেয়েদের গ্রামে ফেরানোর জন্য নানা ফন্দি আঁটেন। মূলত ধারাবাহিকটি শহুরে মানুষদের গ্রামে ফিরে আসার অনুপ্রেরণা জোগাবে। বর্তমানে নাটকটি দেশ টিভিতে প্রচার চলছে। কায়সার আহমেদের বিট্রে ধারাবাহিকে নাদিয়ার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অহনা। ধারাবাহিকটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা কর্তৃপক্ষ।
সম্প্রতি এনটিভিতে প্রচার শুরু হওয়া ধারাবাহিক সংসার-এ নাদিয়ার পাশাপাশি আরো অভিনয় করছেন- মৌসুমী হামিদ, শতাব্দি ওয়াদুদ, আবুল হায়াত প্রমুখ। মূলত একটি পরিবারের সদস্যদের নানা কাহিনী নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D