ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক ছাত্রীর উপর বর্বর হামলা,বিএনপির নিন্দা : দৃষ্টান্তমুলক শাস্তি দাবী

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী বদরুল কর্তৃক এমসি কলেজে প্রকাশ্য দিবালোকে সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী নার্গিস আক্তার খাদিজার উপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মানুষ রুপী হিংস্র এই জানোয়ারকে দৃষ্ঠান্ত মুলক শাস্থির আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর সভাপতি নাসিম হেসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ সরকারের ছত্রছায়ায় তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ একের পর এক ঘটনার জন্ম দিচ্ছে। তাদের নিষ্টুরতা ও বর্বরতা থেকে মায়ের গর্ভের সন্তান পর্যন্ত রক্ষা পায়নি। শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সাধারন সম্পাদক বদরুল ইসলাম কর্তৃক সিলেটের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে একটি মেয়ের উপর উপুর্যপুরী চুরিকাঘাত মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসের নিরাপদ অভয়ারন্যে পরিনত হয়েছে। আটক মানুষরুপী জানোয়ার সন্ত্রাসী বদরুলকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। যাতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর কোন ছাত্র বদরুলের মত অমানুষ না হয়।
হাসপাতালে চিকিৎসাধীন নার্গিস আক্তার এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নার্গিসের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট