দরিদ্র শিশুরা যেন খাদ্য ও শিক্ষা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

দরিদ্র শিশুদের প্রতি মনোযোগী হতে সবার প্রতি বিশেষ করে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে এই দরিদ্র শিশুদের কেউই খাদ্য ও শিক্ষা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়।

বাংলাদেশ শিশু একাডেমির সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের এই বাংলাদেশে আমরা প্রত্যেকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। তবে আমাদের সচেতন থাকতে হবে যাতে কোনো শিশু খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।’

তিনি বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তাদের মাঝ থেকেই উঠে আসবে। আর তাই আমাদেরকে ভবিষ্যতের জন্য তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং পরিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে যাতে তারা নিজেদের মেধা তুলে ধরতে পারে তার সুযোগ তৈরি করে দিতে হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট