৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৬
১৮ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইট্স এলাকায় ইত্যাদি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র ছাত্রদল ও যুবদলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন এবং উপস্থাপনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি। প্রধান অতিথির বক্তব্যে জনাব মিলন সকলকে ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনকে সফল করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন এবং এখনও যারা সম্মেলন বিরোধী অবস্হানে তাদের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন তারেক রহমানের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান যারা নিতে পারে তারা আসলেই বিএনপির সমর্থক নাকি আওয়ামীলীগের দালাল তা ভেবে দেখতে হবে।
Manual1 Ad Code
Manual3 Ad Codeউক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ , সহসভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, আলহাজ্ব সোলায়মান ভূইয়া ,বাবর উদ্দিন , গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার সভাপতি কাজী আজহারুল হক মিলন, কমিউনিটি এক্টিভিষ্ট ও কলামিষ্ট আলী ঈমাম সিকদার, ঢাকার ৩৫ নং ওয়ার্ডের মহিলা কমিশনার সুরাইয়া বেগম, মহিলা নেত্রী মাহমুদা শিরীন, কারানির্যাতিত সাবেক ছাত্রদল নেতা গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি মোহাম্মদ মোহসিন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান , বিএনপি নেতা জাকির হাওলাদার , ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, ব্রংকস বিএনপির আহবায়ক আঃ রহিম, নিউইয়র্ক স্টেট বিএনপির সহসভাপতি জিলাল আহমেদ , সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রাজু, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক দারাদ আহমেদ, যুবদল নেতা অয়েছ আহমেদ ।
উক্ত সভায় মোহাম্মদ সোহরাব হোসেন আসন্ন নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করে সকলের সহযোগীতা কামনা করেন। সোহরাব হোসেনকে সমর্থন জানিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি সাদী মিন্টু, সিটি যুবদলের সভাপতি খলকুর রহমান, স্টেট যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম , সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন রহমান, ছাত্রনেতা আঃ মান্নান, আক্তার হোসেন ফরিদ, ব্রংকস বিএনপির সাধারণ সম্পাদক কাওসার আহমেদ , দেলোয়ার হোসেন মজুমদার ।
![]()
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল মওদুদ, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ মামুন, সিলেট এম সি কলেজের সাবেক ছাত্রনেতা শোয়েব চৌধুরী , শরিফুল আহমেদ এম সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ সামাদ টিটু, সাবেক ছাত্রনেতা সুমন মাহমুদ, ইমরুল কয়েছ ইমরান, আঃ আউয়াল চৌধুরী জুবের,ছাত্রনেতা তারেক আহমেদ সহ আরো অনেকে।
Manual3 Ad Codeসভাপতির বক্তব্যে জনাব বাতিন আসন্ন নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলনে জনাব এহছানুল হক মিলনকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন এবং তৃনমূলের পরীক্ষিত নেতা মোহাম্মদ সোহরাব হোসেনের পক্ষে ছাত্রদল ও যুবদলের সকলকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করে আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার উদাত্ত আহবান জানান। উক্ত অনুষ্ঠানে জনাব জাকির হাওলাদার নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Manual7 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D