দক্ষিণ সুনামগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

দক্ষিণ সুনামগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া আলহাজ্জ্ব মছকু মেমোরিয়াল চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল দুপুর ১২ টায় মছকু চাইল্ড কেয়ার একাডেমির মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ডুংরিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমির সহকারী শিক্ষক আবু তাহেরের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, জেলা পরিষদ সদস্য ও উক্ত একাডেমির সহকারী পরিচালক জহিরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার তালুকদার।

আরও বক্তব্য রাখেন- ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সুনামগঞ্জ জেলা পল্লিবিদ্যুতের সভাপতি ফরিদুর রহমান ফরিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার, ডাক্তার মহিবুর রহমান, মছকু চাইল্ড কেয়ার একাডেমির প্রধান শিক্ষিকা রিম্পী রানী তালুকদার, সহকারী শিক্ষক ওবায়দুল হক, শাহনুর আহমদ সুলতান , নুসরাত করিম লিজা ।

এসময় উক্ত একাডেমির শিক্ষার্থী ও অভিবাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।