দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ জামাল আহমদ (৩২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক জামাল সিলেট জেলার কানাইঘাট উপজেলার মির্জারগড় গ্রামের আহমদ আলীর ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।